বরিশালের রাস্তা-ড্রেন-খাল সংস্কারের  দাবিতে বাসদের সংবাদ সম্মেলন

বরিশালের রাস্তা-ড্রেন-খাল সংস্কারের  দাবিতে বাসদের সংবাদ সম্মেলন


বরিশাল নগরীর ভাঙ্গাচোরা রাস্তাঘাট, ড্রেন-খাল দ্রুত সংস্কার ও দখলমুক্ত করা, করোনা মহামারীতে রিক্সা-ইজিবাইক ও হকার উচ্ছেদ বন্ধ এবং রিক্সা লাইসেন্সের বকেয়া ফি মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ।

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বাসদ নেতৃবৃন্দ।

জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে লিখিত বক্তব্যে ডা. মনিষা চক্রবর্তী বলেন, বরিশালের নাগরিক অধিকার আদায়ে বাসদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। বর্তমানে বরিশাল নগরীর রাস্তাঘাটের বেহাল দশা। খালগুলো দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অপরদিকে করোনা দুযোগে কর্মসংস্থান হারিয়েছে শ্রমজীবী মানুষ। এই অবস্থায় রিক্সা, ইজিবাইক বা রাস্তার পাশের ছোট দোকানগুলো উচ্ছেদ না করা এবং রিক্সার লাইসেন্সের বকেয় ফি মওকুফের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।